ঈদ আসলেই চাহিদা বাড়ে নতুন নোটের। তাই গ্রাহকদের চাহিদা পূরণে বাংলাদেশ ব্যাংকও ঈদের আগে নতুন নোট ছাড়ে বাজারে। তবে এবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নতুন নোটের চাহিদা আগের মতো নেই। মতিঝিল ও গুলিস্থানে নতুন নোটের বাজার সুত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে ও গুলিস্তান মোড়ে নতুন নোটের বাজারে দেখা গেছে, রাস্তার পাশে ফুটপাতে টেবিলের উপর বিভিন্ন মূল্যমানের নতুন নোট সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতাদের সাড়া নেই। হাতেগোনা কয়েকজনকে নোট বিনিময় করতে দেখা গেছে।
নতুন নোট বিনিময় করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, বিগত সময়ে ৫০ হাজার টাকার নতুন নোট নিয়েছি। এবার নিয়েছি মাত্র ৩০ হাজার। কারণ, এ বছর বাসার বাইরে খুব বেশি যাওয়া হবে না। তাই নতুন নোট কম নিয়েছি। চাহিদা কম থাকায় এবার বিনিময় মূল্যও কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সামনে নতুন নোট বিক্রেতা বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ বাইরে বের হতে চায় না। এ কারণে নতুন টাকার চাহিদাও কমে গেছে। কোরবানির ঈদের আগে বেচাকেনা কিছুটা হলেও রোজার ঈদের আগে বলা যায় একদমই বন্ধ ছিল।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংকের শাখা থেকে ঈদের আগে নতুন নোট বিনিময় করা হলেও করোনা ভাইরাসের কারণে এ বছর কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট বিনিময় বন্ধ রয়েছে। তবেঅসাধু কর্মকর্তাদের যোগসাজশে নতুন টাকা বাংলাদেশ ব্যাংক থেকে বের করে বিক্রি করা হচ্ছে।