নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) সকাল ৭টায় স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।
ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন গণমাধ্যমকে জানান, তিনি হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। মহামারি করোনা পজিটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলমগীর কবিরকে পরাজিত করেন মো. ইসরাফিল আলম। এটি বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ছিলো।
২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।
বর্তমান সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল।