অবশেষে স্বাস্থ্যের নতুন ডিজির আশ্বাসে অনশন ভাঙলেন সরকারি চাকরিতে নিয়োগ বঞ্চিত মেডিক্যাল টেকনোলজিস্টরা।
মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের জটিলতা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসে অনশন ভেঙেছেন আন্দোলনরতরা। দুপুরে আগারগাঁওয়ে নতুন মহাপরিচালক আন্দোলকারীদের মাঝে উপস্থিত হয়ে এই আশ্বাস দেন। একইসাথে, মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ থেকে বঞ্চিতদের কাজ বন্ধ না করার আহ্বান জানান তিনি।
এর আগে, স্থায়ী নিয়োগের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে আমরণ অনশন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে কর্মরত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা।
আন্দোলনকারীরা বলছেন, সরকার ২০২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দিলেও, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়নি। তাই, স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও জানান আন্দোলনকারীরা।