চার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে মোট ২৮ দিনের রিমান্ড দিয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। রোববার (২৬ জুলাই) আদালতের বিচারক রাজেশ চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শুনানি চলাকালে বিচারককে সাহেদ বলেন, স্যার, আমি অপরাধ করেছি। ব্যবসা চালু হলে আস্তে আস্তে সবার টাকা ফেরত দিয়ে দেব। টানা কয়দিন ধরেই আমি রিমান্ডে আছি। আমি খুবই অসুস্থ। আমার বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি ঈদের পর হলে ভালো হয়।
উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আজ সাহেদকে আদালতে হাজির করা হয়। এরপর চার মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। তখন সাহেদের আইনজীবী জামিন চান। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক সাগেদের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের ভয়াবহ জালিয়াতি ধরা পড়ার পর গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব।