সন্ত্রাসীদের দেয়া আগুনে দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের দেয়া আগুনে মারা গেছেন মাদারীপুরের রাজৈরের ফরিদ বেপারী। নিহত ফরিদ বেপারী মাদারীপুরের রাজৈরের বেপারী পাড়া এলাকার নুরুল হক বেপারীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দেশটির স্থানীয় সময় সকাল ৮ টায় প্রিটোরিয়ার হারামকুয়ায় চার জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র নিয়ে ফরিদের দোকানে হামলা করে। এ সময় ফরিদ বাধা দিলে সন্ত্রাসীরা তার হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রবিবার বাংলাদেশ সময় আড়াইটায় দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়।