আগামী আগস্ট হতে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে এক দিন (প্রতি মঙ্গলবার) এই রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান।
রবিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান। এছাড়া এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে তিনটির পরিবর্তে পাঁচটি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্ট এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।