ডোপ পাপের দায়ে দুই বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা কাজী অনিক।
২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ফিরতে পারবেন।
২০১৮ সালের জাতীয় ক্রিকেট লিগে ডোপ পাপের ঘটনাটি ঘটান কাজী অনিক। সে মৌসুমে ঢাকা মেট্রোর হয়ে খেলছিলেন তরুণ এই পেসার।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচ খেলার পর ৬ নভেম্বর ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয় তাকে। পরীক্ষা শেষে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বিসিবি জানতে পারে তার শরীরে নিষিদ্ধ ওষুধের প্রবল উপস্থিতি আছে। ফলাফল পাওয়ার পরে কাজী অনিকও তার দোষ স্বীকার করেন।