দেশে করোনা সংক্রমণের মধ্যেই চট্টগ্রামের পাথরঘাটায় শিক্ষার্থীদের জমায়েত করে স্কুল ভবন উদ্বোধনের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইসমাইল বালি।
জানা যায়, সকালে রবীন্দ্র-নজরুল চট্টগ্রাম সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাছির উদ্দিন। সরকারের নির্দেশনা অমান্য করে পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে শিক্ষার্থীদের স্কুলে আসতে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, অনুষ্ঠানে যোগ দেয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকের মুখেই ছিল না মাস্ক। এছাড়া, অনুষ্ঠানে মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব। তবে কাউন্সিলর জানান, অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। প্রতিষ্ঠানের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উৎসাহিত হয়ে নিজেরাই চলে এসেছেন।