সন্ধ্যা ৬:৫৭ সোমবার ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ করোনার নমুনা পরীক্ষা তদারকিতে টাস্কফোর্স গঠন

করোনার নমুনা পরীক্ষা তদারকিতে টাস্কফোর্স গঠন

লিখেছেন sayeed
Spread the love

করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা তদারকিসহ বিভিন্ন কাজের জন্য নয় সদস্যের একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে সরকার। রোববার (২৬ জুলাই) স্বাস্থমন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নয় সদস্যের টাস্কফোর্সে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ( প্রশাসন), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ( প্রশাসন), অর্থ বিভাগের যুগ্ম সচিব ( প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য-১)।

টাস্কফোর্সের কাজের মধ্যে রয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারক, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত অভিযোগ ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

বিভিন্ন কমিটির সিদ্ধান্তের সমন্বয় এবং যেসব হাসপাতাল ও ল্যাবে কোভিড পরীক্ষা হয় সেখানে পর্যাপ্ত জনবল ও পরীক্ষার যথাযথ সুবিধা রয়েছে কি না তা যাচাই করা। টাস্কফোর্স দুই মাসে কমপক্ষে একবার সভা করবে। এছাড়া টাস্কফোর্স কমিটি ৫০ শয্যার বেশি হাসপাতালগুলোতে কাজ করবে বলে জানানো হয়েছে আদেশে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More