বরগুনার পাথরঘাটায় প্রতিদিন ১০০-২০০ মেট্রিক টন ইলিশ বেচাকেনা হয়। এ বছর ইলিশের আকার বড় হওয়ায় দামও বেশি পাচ্ছে জেলেরা। রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার ৯০০ টাকায়। যা আশ্চর্যও বটে!
স্থানীয় মাছ ব্যবসায়ী সুত্রে জানা গেছে, সাগর থেকে বিএফডিসি পাইকারি মাছ বাজারে আসা প্রত্যেক ট্রলারে ৮০০ গ্রাম থেকে ২ কেজির বেশি ওজনের ইলিশ রয়েছে। এরমধ্যে ২ কেজি ৭০০ গ্রামের একটি ইলিশ ৫ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। এই বাজারে নিলামে মাছটি বিক্রি হয়েছে।
বিএফডিসি আড়ৎদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মারুফ হোসেন বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে জেলেরা সাগরে যাওয়া শুরু করেছে। আজ বাজারে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার ৯০০ টাকায়। এখন মাছের চড়া দাম। আগামী সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়লে দাম কমবে।