মিঠুন মাহমুদের পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় ডিজিটাল নিউজ প্লাটফর্ম ‘দুরন্ত বিডি ডট কম’র আয়োজনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘দুরন্ত লাইভ’ প্রচারিত হবে আগামী ২৯ জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত ৯.৩০টা। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে দুরন্তবিডির ফেসবুক পেইজে।
সরাসরি অনুষ্ঠানটি দেখতে যুক্ত থাকুন: https://www.facebook.com/durantobd
এবারের পর্বে আলোচক হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র মোঃ ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জীবননগর পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এবং বন্ধু রক্তদান কেন্দ্র ফাউন্ডেশনের উপদেষ্টা মনোহরপুর ইউনিয়ন শাখার ফয়জুর রহমান খাঁন নয়ন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন কাজল হোসেন।
অনুষ্ঠানে ঈদপূর্ব করোনাকালীন পরিস্থিতি ও সকল স্তরে গৃহিত পদক্ষেপ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের যেকোন প্রান্ত থেকে দর্শকরা কমেন্টের মাধ্যমে সরাসরি অতিথিদের সঙ্গে যুক্ত হতে পারবেন।