বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ) নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাও) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। পরে শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে শারমিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (রমনা বিভাগ) সদস্যরা।
মামলার অভিযোগে বলা হয়, শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায়। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।