রাজধানীতে অফিস কক্ষে আটকে রেখে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত মূল আসামি পলাতক। ঘটনাটি ঘটেছে বাড্ডার প্রগতি সরণি এলাকায়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, মেয়েটির বাড়ি পটুয়াখালী। সে উচ্চ মাধ্যমিক পাসের পর চাকরি খুঁজছিল। গত ৯ দিন আগে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে তার এক পরিচিত জনের বাসায় ওঠেন। ওই বাসার পাশে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে। গত ১৭ জুলাই তাকে প্রগতি সরণির গ- ৯৭/১ নম্বর ভবনের চার তলার ওই কোম্পানির অফিসে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
এসআই আরও জানান, গত শুক্রবার রাতে বাড্ডা থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে ওই তরুণী ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।