চলমান করোনা সংক্রমণে এবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজেটিভ রয়েছে।
হাসপাতাল সূত্রে পাওয়া গেছে মৃতদের পরিচয়। তারা হলেন- কায়েস মিয়া (৬৫) করোন পজিটিভ, ব্রাহ্মণবাড়িয়া; খাদেমুল বাশার (৪০) করোনা পজেটিভ, ফুলপুর ময়মনসিংহ; জাবের আহম্মেদ (৫৫) করোনা পজেটিভ নোয়াখালী; রতন চন্দ্র দাস (৩৬) গজারিয়া. মুন্সীগঞ্জ; আব্দুর রাজ্জাক (৬৫) পিরোজপুর, আয়ান ইসলাম (০৪) শরিয়তপুর; জালাল উদ্দিন (৬৫) ডেমরা; কালু প্রধান (৮৫) গজারিয়া.মুন্সীগঞ্জ; এনামুল হক (৩৫) কুমিল্লা, আজগর আলী (৫৮) কেরানীগঞ্জ, আছিয়া আক্তার (৬৫) নারায়ণগঞ্জ, মান্নান মিয়া (৪৩) ঢাকা, স্বপন সিং (৬৫) ঢাকা; রঞ্জিত মন্ডল (৪৫) বরিশাল; কাজী সৈয়দ আহম্মেদ (৫৪) গোপালগঞ্জ।