সকাল ৯:০৪ সোমবার ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ করোনা: পুলিশে আক্রান্ত ১৪ হাজারের বেশি, মৃত্যু ৬১

করোনা: পুলিশে আক্রান্ত ১৪ হাজারের বেশি, মৃত্যু ৬১

লিখেছেন dipok dip
Spread the love

দেশে করোনা সংক্রমণে এই ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৪ হাজার ১৮৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার (২৫ জুলাই) তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৬১ সদস্য মারা গেছেন।

করোনায় আক্রান্ত সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ হাজার ৫৭১ সদস্য রয়েছেন। সুচিকিৎসা ও নিবিড় পরিচর্যায় শনিবার পর্যন্ত ১১ হাজার ৩১৪ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

পুলিশে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪২৩ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫ হাজার ২৯ কর্মকর্তা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররা বিভিন্ন ইউনিটে গিয়ে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More