সৌদি আরবের মরুভূমিতে সিজদারত অবস্থায় এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সৌদির গণমাধ্যম গালফ নিউজে জানানো হয়েছে, সৌদির আরবের রিয়াদ প্রদেশের ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ঢুওয়াইহি হামৌদ আল আজালিন তার গাড়িসহ নিখোঁজ হয়েছেন। তিনদিন তল্লাশি চালানোর পর রোববার মরুভূমিতে সিজদারত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আল আজালিনের মরদেহটি যখন উদ্ধার করা হয় তখন দেখলেই বোঝা যায় তিনি নামাজরত অবস্থায় ছিলেন।
তবে তিনি কোন ওয়াক্তের নামাজ আদায় করছিলেন তা জানা জায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে অনেকেই তার জন্য দোয়া করেছেন।