বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ) নিম্নমানের মাক্স সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রেফতার করেছে ডিবি রমনা বিভাগ।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করা হয়েছে বলে স্বীকার করেছে বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ। ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ নামে দেশি একটি প্রতিষ্ঠান চীনের ‘থ্রিএম কোম্পানি’র লোগো বসিয়ে এ সব মাস্ক সরবরাহ করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নাম জানালেও এর স্বত্বাধিকারীর নাম প্রকাশ করতে রাজি হয়নি।
বিএসএমএমইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর নাম শারমিন জাহান। এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সাড়া দেননি তিনি।
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে রয়েছেন।