টাঙ্গাইলের বাসাইলে এক রিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মজিবর রহমান (৪০)।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিখোঁজের স্থান থেকে প্রায় ৩০ কি.মি দূরের ভাটিতে বাসাইলের ঝিনাই নদীর আদাজান ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মজিবর রহমান গত ১৯শে জুলাই ঘুড়ি উড়াতে গিয়ে কালিহাতীর এলেঙ্গা এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয়।
নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন।
বাসাইল থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, গত ১৯শে জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি উড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়।
এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে মরদেহটি ৬ দিন পর প্রায় ৩০ কি.মি ভাটিতে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।