নিজের ১৩ বছর বয়সী কিশোরী বোনকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে তারই ভাই। শুধুমাত্র ২৭ হাজার রুপির বিনিময়ে বোনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশমে।
সেখানকার স্থানীয় পতিতাপল্লিতে অভিযান চালিয়ে মঙ্গলবার কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এরপর প্রকাশ্যে আসে পেছনের ঘটনা। পুলিশের কাছে দেওয়া তথ্যে মেয়েটি তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে।
গত ১৮ জুলাই ঘটনাটি ঘটে। তবে তখনো পুলিশের কাছে কোনো খবর ছিল না। নিজেকে বাঁচানোর মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল মেয়েটি। সে উপস্থিত বুদ্ধির জোরে ১০০ ডায়াল করে পুলিশের কাছে সাহায্য চায়। পরে পুলিশ মেয়েটির ফোন ট্র্যাক করে পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরী জানিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পর তার জন্ম হয়। কিন্তু বাবা ও মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ায় সে সৎ ভাইয়ের কাছে গিয়ে থাকত। তারাই মেয়েটিকে সিঙ্গারায়াকোন্ডায় নিয়ে গিয়ে ২৭ হাজার রুপিতে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।
তবে যৌনপল্লিতে আসার পর চুপ করে বসে ছিল না মেয়েটি। সে ক্রমাগত পালাবার পথ খুঁজতে থাকে। অবশেষে একটি মোবাইল পেয়ে সেখান থেকে ১০০ ডায়াল করে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় বিরাট পুলিশ।
সেখানে গিয়ে তারা মেয়েটিকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় ওই বাড়ির মালিককে। এ ঘটনায় কিশোরীর ভাই এখনো গ্রেফতার হয়নি। তবে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।