২৭ এপ্রিল, ইংল্যান্ডের ব্যাসিলডনে একটি গাড়ি থেকে মাদক পাচারের সময় ইস্ট লন্ডনের বেথনালগ্রীন এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী ওয়াসিম হোসাইন নামের এক যুবককে আটক করেছিল পুলিশ। অবৈধ মাদক পাচারের অভিযোগে তাকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে বাসিলডন ক্রাউন কোর্ট।
ওয়াসিমের কাছে থেকে ক্লাস এ ড্রাগ হেরোইন এবং কোকেইন উদ্ধার করে পুলিশ। এছাড়াও নগদ সাড়ে ৩শ পাউন্ড এবং একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়। আটকের সময় ওয়াসিম তার শরীরের গোপনাঙ্গে মাদক লুকিয়ে রাখার চেষ্টা করে বলেও আদালতে জানানো হয়ে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই আদালত তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ বছরের জন্যে অপরাধীর তালিকায় রাখতে নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়াও ওয়াসিম নিজের নামে রেজিস্টার এবং ইনস্যুরেন্স না হলে ঘর এবং গাড়ির চাবিও সে বহন করতে পারবে না বলে জানিয়েছেন আদালত।
এছাড়াও একটির বেশি মোবাইল এবং সিমকার্ড রাখতে পারবে না । সেটিও অবশ্যই তার নামে রেজিস্টার হতে হবে এবং পুলিশকে তার মোবাইলের আইএমইআই নাম্বার এবং সিমের সিরিয়াল নাম্বারও সরবরাহ করতে হবে।