বিশ্বের বিভিন্ন দেশের মতো জিম্বাবুয়েতেও করোনা মহামারিতে দিন দিন বেড়ে চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশে কারফিউ ঘোষণা করেছেন।
জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ১ হাজার আটশ’র বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, আর এরমধ্যে মৃত্যুবরণ করেছে ২৬ জন।
এ বিষয়ে প্রেসিডেন্ট নানগাগওয়া বলেছেন, সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে যে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি মতো কোন কর্মকাণ্ডে যুক্ত হলে গুরুতর শাস্তি পেতে হবে।
এ বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) টেলিভিশন বার্তায় জিম্বাবুয়ের এ রাষ্ট্রপ্রধান বলেছেন, ২২ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে এই কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে। শুধুমাত্র জরুরি সেবা ছাড়া সকল কার্যক্রম এই কাউফিউ’র আওতাধীন থাকবে।