বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগে ফটোশ্যুটের পর সম্প্রতি নতুন কিছু ছবি দিয়ে ভক্তদের মন জয় করে নেন শাহরুখকন্যা সুহানা। ওই ফটোশ্যুটের পর আবারও পেজ থ্রি’র শিরোনামে শাহরুখ-কন্যা সুহানা।
কোয়ারেন্টাইন মুডে থেকেই এবার নতুন ছবি প্রকাশ্যে আনলেন বলিউড বাদশার মেয়ে। সুহানা খানের নতুন ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
নিজের বাড়িতে বই হাতে নিয়ে অন্তর্বাস পরিহিত উষ্ণ ফটোশ্যুট করতে দেখা যায় সুহানাকে। জানা গেছে বর্তমানে বাবা, মা, ভাইসহ পুরো পরিবারের সঙ্গে মন্নতেই রয়েছেন স্টার কিড সুহানা খান।