হলুদ রঙের এক বিরল প্রজাতির কচ্ছপ ভেসে এসেছে সৈকতে! ভারতের ভুবনেশ্বর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার বালাসোর জেলার গ্রামের বাসিন্দারা যেন এক অনন্য দৃশ্যের সাক্ষী হলেন।
রোববার বালাসোর জেলার সুজনপুর গ্রামের স্থানীয়রা এই হলুদ কচ্ছপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে কচ্ছপটিকে তাঁদের হাতে হস্তান্তর করেন।
“ধারনা করা হচ্ছে এটি একটি অ্যালবিনো। বেশ কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেন” আইএফএস (ভারতীয় বন বিভাগ) কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে লিখেছেন। একটি ভেসেলের জলের মধ্যে হলুদ কচ্ছপের সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এমন উজ্জ্বল হলুদ রঙের কচ্ছপ সাধারণত দেখা যায়না।
সংবাদ সংস্থা এএনআইকে বন্যপ্রাণী ওয়ার্ডেন ভানুমিত্রা আচার্য বলেছেন, “উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, আমি এর মতো আগে আর কখনও দেখিনি।”