জুলফিকার জাহেদী সম্পাদিত পত্রিকা ‘তারকা নিউজ’ ও জনপ্রিয় ডিজিটাল নিউজ প্লাটফর্ম ‘দুরন্ত বিডি ডট কম’র আয়োজনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘দুরন্ত তারকা’ প্রচারিত হবে আগামী ২২ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টা ও ভারতীয় সময় রাত ৯.৩০টা। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে তারকা নিউজ ও দুরন্তবিডির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সরাসরি অনুষ্ঠানটি দেখতে যুক্ত থাকুন: https://www.facebook.com/durantobd
এবারের পর্বে অতিথি হিসেবে কোলকাতা থেকে উপস্থিত থাকবেন ভারতীয় স্টার জলসার অভিনেত্রী খ্যাত সাক্ষী রায় বিন্দু, ভারতীয় সঙ্গীত শিল্পী অভিজিৎ সরকার এবং বাংলাদেশের খ্যাতিমান পরিচালক, লেখন ও মিডিয়া ব্যক্তিত্ব জুলফিকার জাহেদী। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এসকে শাহিন খান।
অনুষ্ঠানে জুলফিকার জাহেদীর কথা ও সুরে নির্মিত জনপ্রিয় মিউজিক ভিডিও ‘চিঠি’র সামনের পিছনের বিভিন্ন বিষয় এবং করোনাকালীন সঙ্গীত চর্চাসহ দুই বাংলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে দর্শকরা কমেন্টের মাধ্যমে সরাসরি অতিথিদের সঙ্গে যুক্ত হতে পারবেন।