দ্বিতীয় ট্রায়ালেও চীনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ মিলেছে। চীনের ক্যানসিনো বায়োলজিকস-এর বিজ্ঞানীরা এই দাবি করেছে। তারা জানিয়েছে যে, দ্বিতীয় ট্রায়ালেও তাদের করোনা ভ্যাকসিন নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।
স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেটে তারা জানিয়েছে, প্রথমধাপের থেকে দ্বিতীয় ধাপের পরীক্ষায় মানবদেহে এটি আরোও নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে মনে করছেন।
এদিকে করোনার টিকা নিয়ে আশার কথা জানিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ।
এর আগে, মেডিক্যাল জার্নাল ল্যান্সেটে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের ফল প্রকাশ করে সাফল্যের কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই গবেষণা প্রকাশিত হওয়ার পর অনেকেই আশা করছেন, চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটি চলে আসতে পারে।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সেই আশাবাদের বিষয়টি অনিশ্চিত বলে জানান গবেষক দলের প্রধান সারাহ গিলবার্ট। তার মতে, ভ্যাকসিনটি ব্যবহার উপযোগী করতে এখনও তিনটি বিষয় খুব জরুরি। একটি হল শেষের ধাপের ট্রায়াল, দ্বিতীয়টি হল উৎপাদনের জন্য প্রচুর সংখ্যা দরকার। তৃতীয়টি হল নিয়ন্ত্রক সংস্থাগুলোর খুব দ্রুত লাইসেন্স করতে হবে জরুরি ব্যবহারের জন্য। যে কোন একটি দেরি হলে এটি নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা।