মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রায় এক বছর বয়সী একটি মায়া হরিণের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০ টায় শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্প এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব সূত্রে জানা গেছে , শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে ভোরের দিকে তাড়া খেয়ে এ হরিণের বাচ্চাটি ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্যরা এ বাচ্চাটিকে উদ্ধার করে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে তারা আজ সকাল দশটায় বাচ্চাটিকে নিয়ে আসে।
জানা গেছে, কিছুদিন পর অবস্থা আরও ভালো হলে বাচ্চাটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।