দু’দফা রিমান্ড শেষে জেকেজি’র বিতর্কিত চেয়ারম্যান ডা.সাবরিনা এ চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক লিয়াকত আলী সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে পাঠানো হয়।
তিনি বলেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হবে।শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার সেই রিমান্ড শেষ হয়। করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে ১২ জুলাই সাবরিনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানার করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।