আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর বাজার থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই রাকিব সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ১৯শে জুলাই রাতে অভিযান চালিয়ে উপজেলার দত্তনগর বাজারের ব্রিজের উপর থেকে পার্শ্ববর্তী জীবননগর থানার বেনীপুর মাঠপাড়া গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে নুরুল ইসলাম(৩৫) কে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে যার নং-৩৮(৭)২০। আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।