দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে এ দিক নির্দেশনা দেন তিনি।
সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় এবং সবাই যেন ত্রান পায় সেদিক নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।