পাবনা জেলার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি কল্পনা রানী পাল (৩৮)। তিনি নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুই ছেলে দিনাজপুরে বসবাস করে। কল্পনা রানী স্বামী নিরঞ্জন পালের সঙ্গে হরিপুর গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জানা গেছে, হরিপুর বাজারে নিরঞ্জন পালের একটি চায়ের দোকান আছে।
প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে প্রবেশের সময় মেইন গেট বন্ধ দেখে পেছন দিয়ে ঘরে প্রবেশ করেন তিনি। পরে শোবারঘরে ঢুকেই বিছানায় স্ত্রীর গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সেখানে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন।
এ ব্যাপারে এএসপি সজীব শাহরীন বলেন, হত্যার ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন করে খুনিকে আইনের আওতায় আনা হবে।