চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে কর্মস্থল থেকে নগদ সাড়ে ২৫ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এছাড়াও ১৬৮টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ডও পাওয়া গেছে তাদের কাছ থেকে।
রোববার (১৯ জুলাই) বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের খালাসি আবদুল মান্নান (৫২) ও মো. আবুল কালাম (৫২)।
একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আটকের পর তাদেরকে প্রথমে বন্দরের নিরাপত্তা বিভাগে এবং পরে বন্দর থানায় হস্তান্তর করে।
দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের কর্মচারীদের থেকে চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়। তাদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড পাওয়া গেছে।