চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। সোমবার (২০ জুলাই) বিকালে এমপি নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
আব্দুল মমিনের সহকারী ব্যক্তিগত সচিব তাজউদ্দিন জানান, কয়েক দিন ধরে আব্দুল মমিন মন্ডল অসুস্থবোধ করায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সকালে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।