করোনাভাইরাসের কারণে রোজার ঈদের মতোই কুরবানি ঈদেও বন্ধ থাকবে দেশের সব প্রেক্ষাগৃহ। এর মাঝেও সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এই ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি প্রচার করবে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ২২টি সিনেমা।
জানা গেছে, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে শাকিব খান অভিনীত সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। প্রচারের তালিকায় আছে শাকিব-শাবনূর, শাকিব খান-অপু ও শাকিব-সাহারা, শাকিব খান-জয়া আহসান জুটি অভিনীত ২২ ছবি।
প্রচারের তালিকায় থাকা শাকিব-শাবনূর জুটির- ‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। শাকিব-পূর্ণিমা অভিনীত ‘মা আমার স্বর্গ’, শাকিব-মিম জুটির ‘আমার প্রাণের প্রিয়া’।
শাকিব খান-অপু জুটির- ‘স্বামীর সংসার’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জমজ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘সন্তান আমার অহংকার’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘রাজা বাবু’ ও ‘লাভ ম্যারেজ’।
শাকিব-সাহারা জুটি অভিনীত ‘খোদার পরে মা’, শাকিব-স্বস্তিকা জুটির ‘সবার উপরে তুমি’।
শাকিব খান-জয়া আহসানের আলোচিত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১’।
এ প্রসঙ্গে নাগরিক টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, নাগরিক টেলিভিশন সবসময় দর্শক চাহিদার দিকে বিশেষ লক্ষ্য রেখে অনুষ্ঠান সাজায়। এবারের ঈদে শাকিব খানের একাধিক সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, এ আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে।