কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে আরেক দফা কমছে ব্রয়লার মুরগির দাম। চলতি সপ্তাহে দুদফা দাম কমে ব্রয়লার মুরগির কেজি ১২৫ টাকায় নেমেছে।
দাম কমার বিষয়ে রামপুরার এক মুরগি ব্যবসায়ী বলেন, কোরবানির ঈদ কাছাকাছি চলে আসায় এখন ব্রয়লার মুরগির চাহিদা কমেছে। যার ফলে দামও কমেছে।
জানা গেছে, দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা কমে যাওয়ায় তা ১১০ টাকায় নেমে আসে। এতে অনেক খামারি মুরগির উৎপাদন বন্ধ করে দেয়।
পরবর্তীতে বাজারে ব্রয়লার মুরগির সংকট দেখা দিলে রোজার ঈদের আগে রেকর্ড ২০০ টাকায় ওঠে ব্রয়লার মুরগির কেজি। মাঝে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল।
এ বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী বলেন, মুরগির চাহিদা কম থাকায় মুরগি ১২৫-১৩০ টাকা কেজি বিক্রি করছি। কোরবানির ঈদ কাছাকাছি চলে আসায় এখন ব্রয়লার মুরগি তেমন বিক্রি হচ্ছে না।