রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ। গত শুক্রবার (১৭ জুলাই) এক চিঠিতে শোকবার্তা জানান তিনি।
এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যান। রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আবদুল হাই শুক্রবার প্রথম প্রহরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দপ্তর থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৫৩ সালে জন্ম নেয়া আবদুল হাই নয় ভাই-বোনের মধ্যে ছিলেন অষ্টম। হাজি তায়েব উদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক ছিলেন তিনি।
আবদুল হাই পরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন দীর্ঘদিন।