রাজধানীতে এক টিকটক তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামিলা খাতুন অনিকা (২৪) নামের এই টিকটক তারকার মৃতদেহ উদ্ধার হয়েছে পুরান ঢাকার বংশাল থানা এলাকা থেকে।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে বংশালের হাজী আব্দুর রশিদ লেনের বাবার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। তিনি জানান, অনিকা দুই সন্তানকে নিয়ে বাবার বাসায় থাকতেন। দুই বছর আগে তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। মরদেহ উদ্ধারের সময় তাঁর বিছানায় একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের ওপর কিছু ঘুমের ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ মনে দুঃখ পাবেন না।’
অনিকা টিকটক ভিডিও তারকা ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।