আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ১৮ জুলাই রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন ঘোষপুর গ্রামের কামারপাড়া নামক স্থান হতে খোসালপুর বিওপির টহলদলমালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ১,০০০/- টাকার ৩০টি (৩০,০০০/-) জাল নোট জব্দ করেন। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই নম্বর সম্বলিত আটককৃত ৩০টি জাল টাকার নম্বর গ হ ৭৩৭৭৫৩৩। আটককৃত জাল টাকার বিষয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর ৭৭০ তারিখ ১৮ জুলাই ২০২০।