তুরাগ নদে গোসল করতে গিয়ে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
নিখোঁজ সাকিব হোসেন (১৩) জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে এবং দুর্জয় সরকার (১৪)গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তাজপুর গ্রামের রবিন্দ্রনাথের ছেলে। দুই জনেই নাওজোড় পাথরপাড়া এলাকার প্রগতি মডেল স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গাজীপুর মহানগরের টান কড্ডা ব্রীজের পাশে ৬ বন্ধু তুরাগ নদে গোসল করতে নামে। স্রোতে তাদের ভাসিয়ে নেয়ার সময় দ্ররুত কিনারায় আসার চেষ্টা করে তারা। ৪ জন কিনারায় উঠতে পারলেও দুই জন ডুবে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরীরা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যবহত হচ্ছে বলে জানানডুবুরীদলের টিম লিডার আশরাফুল ইসলাম।