বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
সাকিবের বাবার আক্রান্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাকিবের মামাতো ভাই সোহান জানান, মামা-তো ব্যাংকে চাকরি করেন। ওনার আগেই ব্যাংকের ছয়-সাতজন কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন। এত দিন মামা আক্রান্ত হননি। এখন উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করে ফলাফলে জানা যায় তারও করোনা হয়েছে। আজকে মামার পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। মামীরও নমুনা টেস্ট করিয়েছি, কাল বা পরশু ফলাফল হাতে পাব।
জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বর সর্দিতে ভুগছিলেন সাকিবে বাবা। অবস্থার অবনতি হলে মাগুরায় টেস্ট করালে আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পজিটিভ হওয়ার হওয়ার থেকে নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন তিনি।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে আছেন সাকিব আল হাসান।