করোনা সংক্রমণে দেশে নতুন করে আরও ২৭৬ জন পুলিশ সদস্য আক্রান্ত। এ নিয়ে রোববার (১৯ জুলাই) পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯২ জনে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পুলিশে মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫০৮ জন। আক্রান্ত ১৩ হাজার ৫৯২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৯৬ জন সদস্য।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৭ জন সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম (৪৬)। তিনি গত ১৭ জুলাই বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রফিকুল ইসলাম ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চরবাকল গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।