দুপুর ১২:১২ শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ টি‌কেট বিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশ কর‌তে পার‌বে না: ‌রেলমন্ত্রী

টি‌কেট বিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশ কর‌তে পার‌বে না: ‌রেলমন্ত্রী

লিখেছেন adib jamal
Spread the love

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, টি‌কেট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশ‌নে প্রবেশ কর‌তে না পা‌রে সেজন্য দে‌শের বড় স্টেশ‌নগু‌লো‌তে ‌নিয়ন্ত্রণ (এক্সেস ক‌ন্ট্রোল) করার জন্য বেড়া দেয়ার প্রকল্পের কাজ চল‌ছে। শনিবার (১৮ জুলাই) ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা ব‌লেন।

এ সময় মন্ত্রী বিমান বন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখা‌নে প্লাটফ‌র্মের উচ্চতা ট্রে‌নের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

‌সেখান থে‌কে প‌রে মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলও‌য়ে স্টেশন পরিদর্শন। সেখা‌নে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের মন্ত্রী ব‌লেন, জয়‌দেবপুর ‌থে‌কে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হ‌বে। এছাড়া ঢাকা থে‌কে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থে‌কে জয়‌দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চল‌ছে। ডাবল লাই‌নের কাজ শেষ হ‌লে ঢাকার ম‌ধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যা‌বে। এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, ঈদুল আজহায় ট্রেন বাড়‌ছে না। যেভা‌বে এখন চল‌ছে সেভা‌বে চল‌বে।

মন্ত্রী সেখান থে‌কে টঙ্গী রেল স্টেশন এবং নরসিংদী রেলও‌য়ে স্টেশন পরিদর্শন করেন।

এ প‌রিদর্শকা‌লে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সে‌লিম রেজা, বাংলা‌দেশ রেলও‌য়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলও‌য়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More