মিঠুন মাহমুদ:চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
জীবননগরে ঘাসপোড়া ঔষধ পান করে এক ব্যবসায়ীর আত্বহত্যা করেছে । নিহত ব্যক্তি ভুষিমাল ব্যবসায়ী মোশারফ হোসেন (৪৮)। তিনি আলী পুর গ্রামের মৃত গরীব হোসেনের ছেলে ।
শনিবার (১৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে নিজ রুমে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকতে থাকে। এক পর্যায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখা যায় মুখ দিয়ে লালা ঝরছে।
পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,আলীপুর গ্রামে আত্বহত্যার এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।