আসামি ধরতে গিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। শনিবার (১৮ জুলাই) বিকালের দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, পাঁচবিবির বড় মানিক এলাকায় আসামি ধরতে যায় র্যাব এর সহকারী পরিদর্শক (এসআই) শাহিদ আহম্মেদ।
র্যাব সদস্যদের দেখে আসামি পালানোর জন্য ওই এলাকার ছোট যমুনা নদীতে ঝাঁপ দেয়। সাথে সাথে ধাওয়া করে এসআই শাহিদও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এরপর আর শাহেদকে পাওয়া যায়নি। ঘটনার অনেক পর নদী থেকে শাহিদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।