দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বাঁ-হাতি এই পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে আরেকটি কন্যা সন্তান।
২০১৬ সালের সেপ্টেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির ও নারজিস। তাদের প্রথম সন্তানের নাম মিনসা আমির। মিনসা এবার তার ছোট বোনকেও পেয়ে গেল!
বৃহস্পতিবার (১৮ জুলাই) টুইটারে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন আমির নিজেই। বাঁ-হাতি এই পেসার কন্যার ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ; অবশেষে আল্লাহর রহমত জোয়া আমির।’
হ্যাঁ, আমির আর তার স্ত্রী নারজিস খান মিলে দ্বিতীয় কন্যার নামও রেখে ফেলেছেন জোয়া আমির। আর নতুন অতিথির এমন পোস্টে অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন আমিরের সতীর্থসহ ভক্ত-সমর্থকরা।
আমিরের সতীর্থ হাসান আলী টুইটের জবাবে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অভিনন্দন।’
পাকিস্তানের আরেক বাঁহাতি পেসার সোহেল তানভীর লিখেছেন, ‘মাশাআল্লাহ, তোমার ও তোমার পরিবারকে অভিনন্দন।’
পাকিস্তানের জার্সিতে ৩৬ টেস্টে ১১৯ উইকেট নেন এই পেসার। আর ওয়ানডেতে নেন ৮১ উইকেট। আর টি-২০’তে নেন ৫৯ উইকেট।