করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাবের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালত এই নির্দেশ দেন।
এছাড়াও সাহেদের আরেক সহযোগি তারেক শিবলিকে আরও ৭ দিনের রিমান্ড দেন আদালত। এর আগে, তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয় সাহেদকে।
গতকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাতে সেখানেই রাখা হয় তাকে।
বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।