ভাইরাসের টেস্ট জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক প্রতারক সাহেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) তাকে চরম নাটকীয়ভাবে সাতক্ষীরার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পরেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
বুধবারই প্রতারক সাহেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, সাহেদের শরীরে বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতির অসংখ্য তার জড়ানো রয়েছে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো প্রতারক সাহেদের একটি কবিতা আবৃত্তির ভিডিও। সাহেদ গ্রেফতার হবার পরপরই ভিডিওটি ছড়িয়ে পরে।
সুকান্ত ভট্টাচার্যের লিখা ছাড়পত্র কবিতাটি সাহেদ নিজেই চার মাস আগে তার নিজের ফেসবুল ওয়ালে পোস্ট করেছিলেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ্সের সাথে নিজের একটি ছবি যুক্ত করে কবিতাটি পোস্ট করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সাহেদ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ ও সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফার আলম।
অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আর তরিকুলের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ভিডিও: