আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমের হুঙ্কার গ্রেফতারের পরেও কমেনি এতটুকু। তিনি র্যাব অফিসে বসিই র্যাব কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
শাহেদ র্যাবকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার সঙ্গে আপনাদের আবারও দেখা হবে। হয়তো ছয় মাস পর দেখা হয়ে যেতে পারে। আপনাদের প্রমোশন পোস্টিং যাই হোক না কেন, আমি কিন্তু দেখা করব। কথাটা মনে রাখবেন।’
সংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়ে বলছে, ঢাকার র্যাব কার্যালয়ে প্রতারক শাহেদকে নিয়ে আসার পর কর্মকর্তারা তাকে জেরা করছিলেন। সেই সময় সবাইকে অবাক করে দিয়ে র্যাব কর্মকর্তাদের উদ্দেশে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা-বার্তা বলেন শাহেদ।
উল্লেখ্য, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে বুধবার (১৫ জুলাই) ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব। চুলে কালো রং লাগিয়ে, গোফ কেটে নিজেকে পাল্টে ফেলেন শাহেদ। বোরকা পরে একটি নৌকায় করে ইছামতী নদী দিয়ে পালাচ্ছিলেন শাহেদ।