করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে দশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।
সকাল সাড়ে ১০টার দিকে সাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলে ১০ দিনের রিমান্ড চায় ডিবির পুলিশ পরিদর্শক গাফফারুল আলম। এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতাসহ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মো. জসিম তার রিমান্ডের নির্দেশ দেন।
উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) ভোরে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র্যাবের বিশেষ একটি দল। শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এসময় র্যাব তাকে গ্রেফতার করে।