আবারও আলোচনায় আসলেন হিরো আলম। জাঁকজমকভাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আলমকে নিজের সিনেমায় নিলেও হঠাৎ করে তাকে বাদ দেয়ার ঘোষণা দিলেন চিত্র নায়ক অনন্ত জলিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) হিরো আলমকে নিজেই ফোন করে এ সিদ্ধান্তের কথা জানান অনন্ত জলিল।
এরপর একই ইস্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে বিবৃতি দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। কেন তিনি ছবি থেকে হিরো আলমকে বাদ দিয়েছেন।
অনন্ত জলিলের সেই ফেসবুক পোস্টের পর এবার ফেসবুক লাইভে এসে অনন্ত জলিলকে কড়া জবাব দিয়েছেন হিরো আলম নিজেই। মিথ্যা অভিযোগে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন হিরো আলম।
সময় সংবাদের পাঠকদের জন্য হিরো আলমের ফেসবুক লাইভের সেই বক্তব্য তুলে ধরা হলো-
‘আপনারা সবাই শুনেছেন অনন্ত জলিলের সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেয়া হয়েছে। বাদ দেয়ার কারণ লিখে অনন্ত জলিল নিজেও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, আমার কিছু স্ক্যান্ডাল ভিডিও ও জায়েদ খানের বিরুদ্ধে কথা বলায় তিনি আমাকে তার সিনেমা থেকে বাদ দিয়েছেন। এগুলো সবই মিথ্যা কথা। হিরো আলম সব সময় সত্য কথা বলে এবং মৃত্যুকে ভয় পায় না। মূল কথা হলো বুধবার (১৫ জুলাই) এফডিসিতে প্রযোজক সমিতিতে ১৮ দলের একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন। আমাকেও অনুরোধ করা হয় কিছু বলার জন্য। সেখানে আমি জায়েদ খানের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই করিনি।
আজ (১৬ জুলাই) দুপুরে অনন্ত জলিল ভাই আমাকে ফোন করে বলেন, আমি অনেক বড় মুখ করে জায়েদ খানের সাথে তোমাকে মিলিয়ে দিয়েছি। তুমি আমার বড় মুখ ছোট করে দিলে। তুমি কাল জায়েদ খানের বিরুদ্ধে কথা বলেছ। তুমি আমার সম্মান রাখনি, তাই আমিও তোমাকে আমার ছবি থেকে বাদ করে দিলাম।