শোবিজ অঙ্গনের তারকাদের একের পর এক ঘর ভাঙার খবরের মাঝে বেশ ব্যতিক্রম নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এই তারকা দম্পতি আজ (১৬ জুলাই) তাদের দাম্পত্য জীবনের এক দশকে পা রেখেছে।
১০ বছরে বিবাহবার্ষিকীতে ফারুকী জানান, গত দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, দেশে করোনাভাইরাস এসেছে। অনেক কিছুই বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।
নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
অভিনেত্রী তিশার সঙ্গে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর চেনাজানা শুরু ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে। এরপর ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।